
জান্নাতুন নাহার নূপুর
শুন সখি
পায়ে আজ শিকল পরবো
আলতা নয়
গোলাপের আঘাতে পা রাঙাবো
মুক্ত ছাদে নয়
খাঁচার ভেতর আকাশ দেখবো
ভরা দিঘী নয়
চৌবাচ্চার জলে জলকেলী করবো
আহ! জীবন
বড় স্বাদের জীবন
পৌষের সরল কুয়াশায়
নরম সবুজাভ ঘাস
ভিজে, কাঁদায় হল লুটোপুটি।
শুন সখি
এমনটি চাইনি।
চেয়েছিলাম সবার খুশির ফোয়ারায়
প্রতিটি প্রাণ উচ্ছস্বিত করতে।
তা আর হল কই!
তবে যে প্রাণ যেতো তার…
চাইনি আমি
শুন সখি চাইনি আমি।
তাই আজ
শিকল পরবো।।