বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষকরাই স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পথপ্রদর্শক। শিক্ষকরাই সমাজ গঠনে মূল ভূমিকা রাখেন। আজ যারাই দেশ পরিচালনা করছেন সৎ যোগ্য শিক্ষকদের সঠিক পাঠ দানের কারনেই তারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক শিক্ষককে সততার সাথে দেশ প্রেম নিয়ে শিক্ষকতা করলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। তিনি আরো বলেন, দেশ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি বন্ধ করতে হলে শিক্ষক সমাজের পাশাপাশি সাংস্কৃতিক অংগনকে আরো অবদান রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন সাংস্কৃতিক জোটের অবদান ছিলো তেমনি স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে হবে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ ও ৩ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কঠিন প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনাকে ৫ম বার প্রধানমন্ত্রী করতে শিক্ষক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিদের ইস্পাত কঠিন ঐক্য হতে হবে।
গতকাল শনিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে কলেজ, মাধ্যমিক ও প্রাইমারী স্কুলের শিক্ষক ও সাংস্কৃতিক জোটের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ আনিছুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, নাগরিক নেতা শাহীন জামান পন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান হিরু, মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যা. ইরফাত আরা, অধ্যা. উজ্জল কুমার সাহা, অধ্যা. মনিরুল হক, অধ্যা. ফয়াল মাহবুব, অধ্যা. রিপন আহমেদ, অধ্যা. হাসিবুজ্জামান, প্রধান শিক্ষক মো. শহিদ জোয়াদ্দার, প্রধান শিক্ষক মিতা বাগচি, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হালিম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মমতা রাণী হিরা, প্রধান শিক্ষক জোবায়ের হোসেন, প্রধান শিক্ষক দাউদ অর রশিদ, প্রধান শিক্ষক কাউছার আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস কে জামান, প্রধান শিক্ষক প্রশান্ত দাস, প্রধান শিক্ষক অশোক কুমার রায়, প্রধান শিক্ষক জগলুল পাশা, সহকারি শিক্ষক যথাক্রমে জাহাঙ্গীর আলম, প্রদীপ দাস, রশীদুল ইসলাম, মোস্তফা সাদ, সৈয়দ আনিছুজ্জামান, সাংস্কৃতিক জোটের মাধব মণ্ডল, শরীফ খান, বিথী বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংস্কৃতিক ও নাগরিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত