
তালা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার পাবলিক লাইব্রেরীতে উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় (From work to school: education, training and protection for children in hayardous child labor in the coastal areas of Bangladesh.) প্রকল্পের আওতায় উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসনের সাথে লবি মিটিং সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ এবং সমাজসেবা অফিস কর্মকর্তা এস এম আরিফুজ্জামান। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতিসহ কাশিমাড়ী,বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ৪ টি ব্রিজ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতাগণ।