খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে গঠনকে কেন্দ্র করে এলাকার চিহিৃত একটি মহলের হামলার চেষ্টা প্রতিহত করেছে মসজিদের সাধারণ মুসল্লিগণ। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে অভিযুক্তরা মসজিদে বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার মুসল্লীদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শিরোমণি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ মাসরুর স্বক্ষরিত থানায় করা লিখিত অভিযুক্ত সূত্রে জানা গেছে, শিরোমণি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার একটি অন্যতম প্রচীন ও বৃহত্তর মসজিদ। এই মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার আব্দুল গণির পুত্র শেখ গিয়াস উদ্দিন, শেখ আকছার আলীর পুত্র আবজাল হোসেন এবং শেখ আব্দুল আজিজের পুত্র শেখ ইকরাম হোসেন মসজিদ কমিটির সদস্যসহ সাধারণ মুসল্লিদের উষ্কানিমূলক কথাবার্তা বলে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করে আসছিল। গত ৭ এপ্রিল জুম্মার নামাজের মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিনসহ মুসল্লিদের সাথে খারাপ আচারণ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আবজাল হোসেন মসজিদ থেকে বেরিয়ে দলবল নিয়ে লাঠিসোটা নিয়ে মুসল্লিদের উপর হামলা চালালে মুসল্লিরা প্রতিহত করলে তারা পিছু হটে যায়। ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিদের সাথে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করায় মসজিদ কমিটি এবং মুসল্লিদের মাঝে চাপা ক্ষোভ থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত ১৭ এপ্রিল খানজাহান আলী থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করে থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও বিষয়টি নিয়ে হামলাকারীরা নতুন করে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করায় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করেছে।
উল্লেখ্য, হামলাকারীদের বিরুদ্ধে এলাকার একটি মাদক চক্রের পৃষ্ঠপোষকতা এবং অভিযুক্ত আবজাল হোসেন সৎ ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছে ভুক্তভোগীগণ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত