
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনিতে এলাকার একটি গ্যারেজে স্বামীকে বেঁধে তার সামনে স্ত্রী ও আইয়ান জুট মিলের শ্রমিককে (২৪) গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগি শিরোমনি পূর্বপাড়ার আবুল খায়েরের বাড়ির ভাড়াটিয়া। নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময়ে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। এ সময় ৪/৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আ: মালেকের পুত্র কামরুলকে গ্রেফতার করেছে । এবং বাকি আসামি শিরোমনি পুর্ব পাড়া এলাকার আফজাল মল্লিকের পুত্র সুমন (২৭), জামাল উদ্দিনের পুত্র সজিব হোসেন জীবন (২২) এবং আফজাল মল্লিকের পুত্র আলামিন মল্লিককে (২২) গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো: আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা নং-৬ তাং ১৯/০৩/২২ ইং।