
জন্মভূমি রিপোর্ট : বিভাগীয় পরিবেশ আধিদপ্তরের সাথে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সাথে ‘দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার পরিবেশ আধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন। সঞ্চালনা করেন উপ-পরিচালক মোঃ এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল, সহ-পরিচালক পারভেজ আহমেদ, পরিদর্শক মারুফ বিল্লাহ প্রমুখ। সভায় শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের মাধ্যমে কারখানার কার্যক্রম পরিচালনার জন্য শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের গুরুত্বারোপ করেন। একইসাথে প্রতিষ্ঠানের আশেপাশে বৃক্ষরোপনের আহ্বান জানান পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন।