
জন্মভূমি রিপোর্ট : শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হচ্ছে নবী মোল্লা। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে এ মামলার অপর আসামির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্ত আসামি হল কবির মোল্লা। তারা উভয়ই সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের জনৈক গফুর মোল্লার ছেলে।
বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচার আ: ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী রুবেল খান। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন ওই আদালতের স্পেশাল পিপি ফরিদ আহম্মেদ।