জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকাল ৪ টার সময় জেলা আমীরের নেতৃত্বে পেয়ারাতলা বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও সহযোগি সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হয়্ । জনসংযোগ শেষে সন্ধ্যা ৬ টার সময় মনোহরপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় অংশ নেন্ । জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর জননেতা রুহুল আমীন বলেন, প্রধান অতিথি রুহুল আমীন বলেন, শুধু দুনিয়া নয় আখেরাতের মুক্তির জন্য জামায়াতের কর্মিরা কাজ করে। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয়না, তাদেরকে টাকা দিয়ে কেনা যায়না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মিরা রাজনীতি করেনা। তিনি আরো বলেন, কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী। তিনি উপসস্থিত জনগনকে উদ্দেশ্য করে বলেন, আপনি সততার পক্ষে থাকলে আপনাকে বলতেই হবে জামায়াত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। কেননা জামায়াতে ইসলামী কতৃক প্রতিষ্ঠিত ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সেবা প্রতিষ্ঠান সমুহ সৎ লোকদের দ্বারা সু-শৃংখলভাবে পরিচালিত হয় বলেই সেগুলো আজ দেশ সেরা প্রতিষ্ঠানে রুপ লাভ করেছ। জামায়াতের কর্মীরা হাট-বাজার দখল করেনা, খাল-বিল-বাওড় দখল করেনা। পথসভায় তিনি আরো বলেন, দেশের অতি বন্যা কিংবা প্রাকৃতিক দূরযোগে সবার আগে জামায়াত এগিয়ে যায় অসহায মানুসদের পাশে। তিনি বলেন, আজ দেশের সম্পদ মাত্র ১০ ভাগ লুটেরাদের হাতে জিম্মি। আমরা এর বিরোধীতা করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত কারো প্রতি প্রতিশোধ নেয়নি, নিবেনা। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী। তিনি বলেন, আসুন সবাই মিলে সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম করি তাহলে আর কাউকেই চাকুরির জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আসুন সবাই একসাথে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়্ । দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমীর রবিউল ইসলাম সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান । এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারি উপজেলা সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, আইটি সম্পাদক হারুন আর রশীদ, সাইদুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রটারি জাহিদুল ইসলাম, উথলী ইউনিয়ন সেক্রটারি হাফেজ হাসানুজ্জামান, জামায়াত নেতা শফিকুল ইসলাম, নুর আলম, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার, যুবনেতা আব্দুল মোতালেব, আহাদ আলী আশিকুর রহমান প্রতিক,ইব্রাহিম হোসেন মন্ডল, মোমিন উদ্দীন, মোস্তফিজুর রহমান মিলন, ওমর আলী, সায়মুম শাহরিয়ার, জহিরুল ইসলাম জাদু, সালাউদ্দিন আহম্মেদ , সোহেল তানভির,হাসানুজ্জামান, হাসিবুল ইসলাম সাগর প্রমুখ ।