জন্মভূমি ডেস্ক
শাকিব খান ও বুবলী বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। শুধু যে আলোচনা শাকিব-বুবলীর মধ্যে আটকে আছে, তা নয়। এরসঙ্গে উঠে আসছে ঢালিউডের আরেক নায়িকা পূজা চেরীর নামও। বাতাসে ভাসছে ‘গলুই’ সূত্র ধরে প্রেমময় সম্পর্কের পাল তুলেছেন শাকিব-পূজা। এব্যাপারে এতো দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পূজা চেরি। তিনি বলেন, এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, শুধু শাকিব নয়, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের গুঞ্জন উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছে? আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন। আমি ও শাকিব খান একসঙ্গে কোথাও ডেটিংয়ে গেছি কিংবা হাত ধরে আমরা হাঁটছি, এমন প্রমাণ তো থাকতে হবে।
তবে মিথ্যা বলব না, প্রেম তার সঙ্গে করেছি। সেটা চরিত্রের জন্য, সিনেমায়। আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দেখছি, মানুষ আর কত কী বলতে পারে। খারাপ লাগছে, যেটি না তার দায়ভার নিজের ঘাড়ে নিতে হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত