
তথ্যবিবরণী : বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানসূচির আয়োজন করেছে।
আগামী ৫ আগস্ট সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসাকের সম্মেলনকক্ষে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদানের জন্য যুবঋণ প্রদান এবং যুবকল্যাণ তহবিল থেকে যুব সংগঠনসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হবে।
৫ আগস্ট সুবিধাজনক সময়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতা, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গাছের চারা রোপণ ও বিতরণের আয়োজন করা হবে। সকাল ১১টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থা জেলা স্টেডিয়ামে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং বিকাল চারটায় প্রদর্শনী ব্যাডমিন্টন ও ভলিবল খেলার আয়োজন করবে।
এছাড়া আগস্ট মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদ্যাপন বিষয়ক একটি দৃষ্টিনন্দন ব্যানার সকল দপ্তর, সংস্থা, ক্রীড়া ফেডারেশন, এসোসিয়েশন, সকল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিসের সামনে প্রদর্শন করবে।