লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল -২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের ছোট ছেলে শেখ সাব্বির রহমান সাধন (৩০)ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহির রাজিউন। বুধবার বিকাল ৩ টায় যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বাবা মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় লক্ষীপাশা আন নূর কমপ্লেক্স মসজিদ চত্বরে তার জানাজার নামাজ শেষে লক্ষীপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শুক্রবার তার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সাবেক সাংসদ এ্যাড. শেখ হাফিজুর রহমান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন দম্পতির ২ সন্তানের মধ্যে বড় সন্তান শেখ বাধন (৩২) ৪ বছর পূর্বে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। বড়ভাইয়ের মৃত্যুর ৪ বছর পর ছোট ভাইয়ের মৃত্যু হলো। শেখ সাধনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।