
বাগেরহাটে আওয়ামী লীগের সমন্বয় সভায় বক্তারা
বাগেরহাট অফিস : আওয়ামীলীগ ক্ষমতায় এসে সাড়াদেশ তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যাবস্থাসহ ব্যাপক উন্নয়ন করেছেন।পদ্বা সেতু, রেল, রোস্তাঘাট, বাগেরহাট মংলা বন্দরের মেগা প্রকল্পসহ গত ১৪ বছরে অকল্পনীয় উন্নয় সাধন করেছেন যা বিগত কোনো সরকারের আমলে এমন কোনো উন্নয়নের ছোয়া দেখা যায়নি। তাদের ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেঞ্জি আজ যাদুর বাক্সে পরিনত হয়েছে। বিগত দিনে আমাদের দেশে খাদ্যশস্য ঘাটটি ছিলো, আমরা বিদেশ থেকে খাদ্যশস্য আমদানী করতাম, সেখানে আজ আমরা খাদ্যেই সয়ং সম্পূর্ণ হয়ে এখন বিদেশে রপ্তানী করছি। এটা শুধু মাত্র শেখ হাসিনার অবদান। তাই আমাদের শপথ নিতে হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল সড়যন্ত্র মোকাবেলা করে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু এ কথা বলেন।
যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, শেখ আক্তারুজ্জান বাচ্চু, মোল্লা আব্দুল মতিন প্রমুখ। সভায় বক্তারা নেতা-কর্মিদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ সারহান নাসের তন্ময়কে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে দলকে সু-সংগঠিত করার জন্য সকল নেতা-কর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহব্বান জানান।