
জন্মভূমি রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নয়মূলক কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরার জন্য এবং উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য রোববার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে উন্নয়ন হয়নি। ঠিক তেমনি শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিক কর্মচারীদেরও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসলে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি আরও বলেন, খুলনার উন্নয়নে প্রধামন্ত্রী শেখ হাসিনা বিপুল অর্থ বরাদ্ধ দিয়েছেন। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমণের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যথাসমেয় বিশাল এই কর্মযোগ্য সম্পূর্ণ করা সম্ভব হয় নি। অনেক কাজ এখনও চলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে পুনরায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে মনোনিত করেছেন। চলমান উন্নয়ন কাজ সম্পূর্ণের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।
সভায় সিটি নির্বাচন উপলক্ষে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং সকল ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এবং স্বাদীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, মোঃ শফিকুর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাকির হোসেন বিপ্লব, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ শাহ আলম শেখ, মোঃ মোশারফ হোসেন, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, খান মোঃ মিথুন রহমান প্রমুখ নেতৃবৃন্দ।