
সোহেল বিশ্বাস : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের চলার পথ মসৃণ ছিল না, ছিল কন্টকাকীর্ণ। কন্টকাকীর্ণ পথ ধরেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলো। এনে দিয়েছিলো বাঙালির সাহিত্য ও সাংস্কৃতিক মুক্তি। আর সেই মুক্তির প্রবক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি এই স্বতন্ত্র দেশ, স্বাধীন সার্বভৌম বাংলা আর অর্থনৈতিক মুক্তিদাতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলে পাকিস্তানের চর জিয়া। পরবর্তীতে বাঙালির অভিভাবক শেখ হাসিনা বাঙালির অধিকার ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি অপ-প্রচার করে সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। অথচ তারেক জিয়া ২২ হাজার কোটি লুট করে নিয়েছে। তার হিসাব দিতে হবে।
শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল।
মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ মো. ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুর রহীম খান। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোক সজ্জ্বা এবং সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।