জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা করেছে খানজাহান আলী থানা মহিলা আওয়ামী লীগ। শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অতুলনীয়। বাংলাদেশে সর্বক্ষেত্রে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা; অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা; নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা; আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়। তাই তিনি ক্ষমতায় থাকলে নারী উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। প্রতিটি বাড়ি হবে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। এজন্য আগামী নির্বাচনে নারীদের উন্নয়নে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বেগ লিয়াকত আলী, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান, এস এম আনিছুর রহমান, চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, কাউন্সিলর মুন্সি মনিরুজ্জামান মুকুল, খ. ম লিয়াকত ও শেখ আব্দুল হক। খানজাহান আলী থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরা পারভিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. সাহারা ইরানী পিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন মাহফুজা শাহাবুদ্দিন, জেসমিন সুলতানা শম্পা, এ্যাড. নার্গিস খানম, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা মন্ডল, শারমিন ইয়াসমিন, সোনিয়া আক্তার, সুফিয়া বেগম, শাহনাজ পারভীন, রিনা রানী পাল, কানিস রোকাইয়া পারভিন, গীতা রানী পাল, রেখা সুলতানা, অধ্যা. অন্তরা চৌধুরী, নীলা নাসরিন, মালতি হালদার, পারভিন আক্তার, পারভিন বেগম, সাবিহা পারভিন প্রমুখ।