যশোর অফিস,: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেন শেখ হাসিনা ১৩ বছর আওয়ামীলগকে টিকিয়ে রেখেছেন। আর কেউ না। তিনি দেশটিকে আগলে রেখেছেন, উন্নয়ন করেছেন। বিশ্বে যদি এমন আরও ৫ জন শেখ হাসিনা থাকতেন, তাহলে সারা বিশ্বেই পরিবর্তন ঘটতো। উন্নয়নের জোয়ার তৈরি হতো। বুধবার যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় এ কথা বলেন প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। যশোর সিসিটিএস’র সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী ২৩ জানুয়ারি যশোর জেলা যুবলীগের সম্মেলন অুনষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়। সম্মেলনটি সম্পন্ন হলে মেয়াদ উত্তীর্ণের ১৫ বছর পর কমিটি পাবে যশোর জেলা। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেন, আমরা যোগ্যদের ক্ষমতায় বসাবো। আপনারা সৎ ও যোগ্যদের ব্যাপারে সুপারিশ করেন। আমরা সেটি বিবেচনা করে দেখাবো। আপনারা হতাশ হবেন না। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে ঠকেনি। আপনারাও ঠকবেন না। এখন বঙ্গবন্ধুর পরিবারকে বিশ্বাস করে দেখেন, আপনারাও ঠকবেন না। প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন আরও বলেন, শুধু ৭৫’এ’ই বঙ্গবন্ধু পরিবারের ওপর হামলা হয়নি। এরপরও একাধিকবার আঘাত এসেছে। প্রধানমন্ত্রীকে আঘাত করা হয়েছে। আমাদের পরিবারের ওপরও বারবার আঘাত এসেছে। ওয়ান ইলেভেনের সময়ও কারাবরণ করতে হয়েছে। কিন্তু আমরা থেমে থাকিনি। আমাদের পরিবার থেমে থাকেনি। শেখ সোহেল উদ্দিন বলেন, এখন আমাদের সাথে যুবলীগ রয়েছে। যতই আঘাত আসুক, তারা আমাদের রক্ষা করেছে, এখনও করবে। আপনারা প্রধানমন্ত্রীর উন্নয়নের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। এভাবেই আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তাহলেই প্রতিষ্ঠিত হবে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য বেলাল হোসেন, নাজমুল হাসান, হুমায়ুন সুলতান, আবদুল্লাহ রানা, অমিত কুমার বসু প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। পরিচালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।#