বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভুলুন্ঠিত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পিতার ন্যায় শেখ হাসিনা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে কারাবরণ করতে হয়েছে। এমনকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরেও তিনি পিছপা হননি। কোন রক্ত চক্ষুর কাছে তিনি মাথা নত করেন নি। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও বাক স্বাধীনতা পিরিয়ে দিয়েছেন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য শেখ হাসিনা আন্দোলন করেছেন। যে কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। সে কারণে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তারই আন্দোলনের ফসল হিসেবে দেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হচ্ছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচনে মধ্যে দিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি নগরবাসীর সকলকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান।
রবিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মহানগর আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি সব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় এসমেয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, তরিকুল আলম খান, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এম নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, আফরোজা জেসমিন বিথী, অভিজিৎ চক্রবর্তী দেবু, মাসুম উর রশীদ, মো. শহীদুল হাসান, সোহেল বিশ্বাস, মেহেদী হাসান রাসেল প্রমূখ নেতৃবৃন্দ।
শেখ হাসিনা পিতার ন্যায় ভুলুন্ঠিত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন:তালুকদার আব্দুল খালেক
Leave a comment