আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশ, পুরো জাতির সম্পদ। এ সম্পদ ও শক্তিকে কাজে লাগিয়েই দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধির দেশ, উন্নত দেশ ও শান্তির দেশে পরিণত হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের যত সাফল্য-অর্জন তার সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এসেছে। তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করে ও নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি নিম্ন আয়ের দেশ হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে মর্যাদা ও সম্মানে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।
তিনি বলেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এই দিনটি আমাদের জন্য আনন্দের, খুশির ও অহংকারের। দিনটি আজকে সারা জাতিকে উদ্বেলিত করেছে, উচ্ছ্বাসিত করেছে। সারাদেশে বিপুলভাবে উদযাপিত হচ্ছে।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। তার নেতৃত্বে ও নির্দেশনায় সব ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে উন্নয়নের রোল মডেল। যা পুরো পৃথিবীতে প্রশংসিত ও নন্দিত হচ্ছে।