খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন ‘‘দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের জবাব দিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে সকল ষড়যন্ত্রকে নিচ্ছিন্ন করে দিতে হবে। শেখ হাসিনা প্রতিটি মুহুর্তে মৃত্যুর মুখে দাড়িয়ে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি নিজের বা কোন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে এখানে আসিনি, আমি এখানে এসেছি শেখ হাসিনার কর্মীদের, তৃর্ণমূলের সাধারণ মানুষকে ভালো রাখার জন্য, তাদেরকে সুখে শান্তিতে ও নিরাপদে রাখার জন্য। তিনি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে এবং খুলনাকে স্মার্ট নগরীতে রুপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন ।’’
তিনি সোমবার ৩৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বিকাল ৩টায় কুয়েট প্রধান ফটকের সামনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন। ৩৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী জাকারিয়া রিপনের সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন মো. মাহাবুবুর রহমান, পিন্টু চন্দ্রশীল, শেখ আবিদ হোসেন, শেখ আনিছুর রহমান, যোগিপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, মাস্টার মনিরুল ইসলাম। পথসভা শেষে একটি বিশাল মিছিল ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে তিনি সকালে ৩৩নং ওয়ার্ডের(যোগিপোল ইউনিয়ন) বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন। সকাল ৯টায় তিনি ৩৩নং ওয়র্ডের ৩নং সেন্টার কমিটির নির্বাচনী অফিসে পথসভার মধ্যে দিয়ে ওয়ার্ডের গণসংযোগ ও পথসভার কার্যক্রম শুরু করে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পরে তিনি ল্যবরেটরি স্কুল মোড়, তেলিগাতী, বুচিতলা, খানাবাড়ী, কপোতাক্ষ, যাব্দিপুর, যোগিপোল, বাদমতলা, মধুফেক্টরীসহ ই্উনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত