জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সাথে কেএমপি’র নবনিযুক্ত কমিশনার মোঃ মোজাম্মেল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুর পৌঁণে ১২টায় নগরীর শেরেবাংলা রোডে শেখ হেলালের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পুলিশ কমিশনারকে স্বাগত জানান এবং নগরীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, বাগেরহাট জেলার পুলিশ সুপার কে.এম আরিফুল হক, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত