
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্তিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক, চট্রগ্রাম ও মোংলা বন্দরের সাবেক চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক পরীক্ষক এবং বৃহত্তর খুলনার ইতিহাস লেখক মোহাম্মদ রেজওয়ান উল হক। এসময় তার সফর সঙ্গী ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজাহারুল ইমলাম। বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ান উল হক কলেজে পৌঁছালে অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি তার নিজের লেখা বৃহত্তর খুলনার ইতিহাস, বিবর্তিত বাগেরহাট (একটি ঐতিহাসিক সমীক্ষা) এবং আমার মা রহিমা খাতুন বই তিনটি কলেজের রূপা চৌধুরী লাইব্রেরিতে সংরক্ষণের জন্য অধ্যক্ষের হাতে তুলে দেন। তিনি কলেজ পরিদর্শন শেষে পরিদর্শন খাতায় মন্তব্য লিপীবদ্ধ করেন।
বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ান উল হক বলেন, আমার জন্মস্থানে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমি বিমহিত। তিনি আরো বলেন আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ উপরে শিক্ষা প্রদান জরুরি। উল্লেখ্য মোহাম্মদ রেজওয়ানউল হকের পূর্বপুরুষদের নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামে।