জন্মভূমি রিপোর্ট : উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ইউপি চেয়ারম্যানের নাম সিকান্দার হোসেন মোল্লা। তিনি শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা দোয়াত কলম মার্কার প্রতীক শামীম হোসেন মোল্লার পক্ষে প্রভাব বিস্তার করছিলেন।
শৈলকুপার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাব বিস্তার করার অভিযোগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিয়ে যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত