জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছানুয়ার কাজী (৬০) নামের সাধু বেশের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের মেহগনি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। মৃত ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তিনি সংসার ত্যাগী বলে পুলিশ জানান।
মৃত ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন জানান, সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। দীর্ঘদিন সাধু বেশ ধারণ করে রামচন্দ্রপুর বাজারে বসবাস করতেন। আত্মহত্যার কোন কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তাদের ধারণা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুরদাস মন্ডল জানান, রামচন্দ্রপুর গ্রামের একটি বাগান থেকে ছানুয়ার কাজী নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন সংসার ত্যাগী বলে তিনি জানান। ময়না তদন্তের পরেই জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।