
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপার দলিল পুর গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী সুমনা বেগমকে শনিবার দিবাগত গভীর রাতে ঘরের মধ্যে ঘুমান্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসা ক্রেতাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। সেখানেচিকিৎসারত অবস্থায় রবিবার (আজ) সকালে মারা যায়। এ ব্যাপারে রতন বিশ্বাস জানান রাতে আমার স্ত্রীকে সাপে কামড় দেয়ার পর পরই তাকে শৈলকূপা হাসপাতালে নিয়ে যায় ডাক্তার সেখান থেকে কুষ্টিয়া রেকর্ড করলে চিকিৎসারত অবস্থায় মারা যায় ।