জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও শেখ আবু নাসেরসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে সোমবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভাপতিত্ব করেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনাকে হত্যা করা হয়েছিল। ঘাতরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ইতিহাসকে হত্যা করতে চেয়েছিল। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন, যা বাস্তবায়নের আগে তিনি দুস্কৃতিকারীদের হাতে নিহত হন। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্ঠায় আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন, শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ৫ম বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে খুলনার সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সৈয়দ এমদাদুল হক, সৈয়দ তারিকুল ইসলাম, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, কাজী আঃ ওহাব, মোঃ শাহিন আহম্মেদ, আব্দুর রহিম খান, কিংকর সাহা, মোঃ আলাউদ্দিন, মোঃ জাহিদুর রহমান, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ ফারুক হাসান, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ শাহ আলম শেখ, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, বোরহান হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ মোত্তাহিদুর রহমান অপু প্রমুখ। সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত