
জন্মভূমি রিপোর্ট : দক্ষিণ জনপদে সাংবাদিকতা পেশা ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। কলম সৈনিকদের জীবনের ঝুঁকি প্রতিনিয়ত বাড়তে থাকে। সন্ত্রাসীদের বোমা ও বুলেটে প্রাণ হারান একের পর এক সাংবাদিক। রাজপথ রঞ্জিত হয় সংবাদকর্মীদের তাজা রক্তে। তবু কলম থেমে থাকেনি। সন্ত্রাসের জনপদে টিকে থাকার তাগিদে রাজপথে নেমে আসে গোটা সাংবাদিক সমাজ। সহকর্মীদের হারানোর শোক রূপ নিতে থাকে শক্তিতে। শুরু হয় আন্দোলন সংগ্রাম। চলতে থাকে বিক্ষোভ সমাবেশ। প্রেস ক্লাবের গন্ডি পেরিয়ে সাংবাদিক সমাজকে নেমে আসতে হয় রাজপথে। সেদিন দিশেহারা খুলনার সাংবাদিক সমাজকে সুসংগঠিত করে রাজপথের উত্তাল মিছিলের পুরাভাগে অভিভাবকের মত নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তিনিই শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু। সেদিন তাঁর জ্বালাময়ী বক্তৃতা খুলনার অকুতোভয় সাংবাদিকদের এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছিল। এমনই এক ক্রান্তিকাল লগ্নে তাঁর কন্ঠে উচ্চারিত হয়েছিল সেই ঐতিহাসিক সংলাপ “বিচার পাই না – তাই বিচার চাই না।” যা আজো সাংবাদিক সমাজের জন্য অহংকারের প্রতীক – থাকবেও অনন্তকাল ধরে।