
জন্মভূমি রিপোর্ট : দেশ মাতৃকার জন্য কর্মবীর হুমায়ূন কবীর বালু ’৭১ এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশকে স্বাধীন করতে আত্মপ্রকাশ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে। দেশকে শৃঙ্খলমুক্ত করে তিনি বসে থাকেননি। সাহায্যের হাত বাড়িয়েছিলেন অত্র অঞ্চলের অসহায় গরীব-দুঃখীদের সহায়তায়। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবসমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। প্রকাশনা শুরু করেছিলেন দৈনিক জন্মভূমি পত্রিকার। সাংবাদিক হিসেবে নবীনদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। সাংবাদিক তৈরীর এ কারিগরের হাতেখড়ি নেওয়া অনেক সাংবাদিক আজ মিডিয়া জগতে প্রতিষ্ঠিত। তিনি আজ আমাদের মাঝে নেই, তবু বেঁচে আছেন তাঁর রেখে যাওয়া কর্মের মাঝে। থাকবেন চিরকাল। কারণ সম্পাদক হুমায়ূন কবীর বালু মৃত্যুকে জয় করে হয়ে রইলেন মৃত্যুঞ্জয়ী। আপন কর্মের মাধ্যমে তিনি হয়ে থাকলেন সবার কাছে অবিস্মরণীয়। হারিয়ে যাওয়া বজ্রকঠোর আপোষহীন মানুষটির অসময়ে চলে যাওয়াটা খুলনাবাসীর জন্য বড় শূন্যতা সৃষ্টি করে দিয়েছে।