জন্মভূমি রিপোর্ট
শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবেই শুধু নয় সমাজের নানা অঙ্গনে নিজেকে সম্পৃক্ত রেখে তিনি সাফল্যেও উজ্বল স্বাক্ষর রেখে গেছেন। পিছিয়ে পড়া জনপদ বৃহত্তর খুলনার সার্বিক উন্নয়নের দাবিতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সবকিছুতেই পুরোভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়, রূপসা সেতু বাস্তবায়নের সংগ্রামে তার ভ‚মিকা ছিল অবিস্মরণীয়। রাজপথের সংগ্রামের সাথে সাথে পেশাগত দায়িত্ব পালনে যখনই তিনি সরকারের উচ্চ পর্যায়ে কোন বৈঠকে অংশ নিতেন তখনই তিনি খুলনার মৌলিক দাবির কথা তুলে ধরতে ভুলতেন না। তাঁর রাজনৈতিক বিশ্বাসকে তিনি গভীর ভাবে লালন করতেন একথা ঠিক কিন্তু খুলনাবাসীর স্বার্থে যখনই যে কোন প্লাটফর্মে কথা বলার সুযোগ পেতেন তখনই দ্বিধাহীন চিত্তে তিনি তুলে ধরতেন বঞ্চিত খুলনাবাসীর কথা। এই মাটি ও মানুষকে গভীর ভাবে ভালোবেসে তিনি সব সময়েই প্রতিবাদী কন্ঠে আওয়াজ তুলতেন। বোধ করি এ কারনে তাঁর বেদনাদায়ক মৃত্যুর পর দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এসেছিলেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। ফুলে ফুলে ভরে গিয়েছিল এই কর্মবীরের কফিন।
শোকাবহ জুন
Leave a comment