জন্মভূমি রিপোর্ট : বিজয়ের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। এক বুক মুক্তির নি:শ্বাস নিয়ে ফিরেছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সংগঠক হুমায়ূন কবীর বালু। কিন্তু তাঁর এ ফেরাটা খুব বেশীক্ষণ সুখের হয়নি। দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে এলেও তিনি নিজেকে খুঁজে পেলেন চারিদিকে ধ্বংসস্তুপ আর মানুষের কান্নার রোলের মাঝে। দেখলেন নির্যাতিত আর ক্ষুধার্ত মানুষের সারি। কচি-কচি অসহায় নিষ্পাপ মুখ। তিনি বুঝেছিলেন এখন বসে থাকার সময় নেই। অসহায় মানুষের সমস্যা সমাধান করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর নিরলস প্রচেষ্টায় যখন সাধারণ মানুষের হৃদয়ে ঘুরে দাড়ানোর আত্ম প্রত্যয় জেগে উঠেছিল। ঠিক তখনই তাঁর ওপর আসে আঘাত। তিনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। এজন্য তাকে দিতে হয়েছিল মাশুল। কোনো একদিন রাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। অমানুসিক নির্যাতনের পর মৃত ভেবে তাকে নগরীর জোড়াগেট এলাকায় রাস্তায় ফেলে রেখে যায় বিশেষ বাহিনী। সেখান থেকে তাকে নেওয়া হয় খুলনা জেনারেল হাসপাতালে। ভাগ্যক্রমে সেদিন বেঁচে গেলেও আজীবন তাঁর ক্ষত ছিল শরীরে ও মননে। মানব কল্যাণে লড়াকু এই মানুষটিকে শেষ পর্যন্ত জীবন দিতে হয় সন্ত্রাসীদের ছোঁড়া বোমার মাধ্যমে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত