
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার গাগড়ামারী গ্রমের রহমত আলী শেখের বড় ছেলে ইমরান ও তার নববধূকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, গহনা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় ৬/৭ জনের একটি ডাকাত দল এই ঘটনা ঘটায়। ডাকাত দলের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, শাবল, হাতুড়ী, চাইনিজ কুড়াল ও লোহার রড ছিল। তাছাড়া মুখমন্ডল কাপড় দিয়ে ঢাকা থাকায় কারো চেহারা শনাক্ত করতে পারেনি ভুক্তভোগীরা। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লক্ষ টাকা, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গহনা ও তাদের ব্যবহৃত দু’টি পঞ্চাশ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল বলে জানান ইমরান। এ বিষয়ে শ্যামনগর থানায় ওসি আবুল কালাম জানান বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।