সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এবার শারদীয় দুর্গা পূজা হচ্ছে ৭০ টি মন্ডপে। শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য ও উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরমধ্য শ্যামনগর উপজেলার কাশিমাড় ইউনিয়নে দুটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মাধ্য,শংকর কাটি সার্বজনীন পূজা মন্ডপ ও খুটিকাটা সর্বজনীন পূজা মন্ডপ। শ্যামনগর সদর ইউনিয়ন ও পৌরসভার মধ্যে 15 টি স্থানে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে কাসড়া হাটি সার্বজনীন পূজা মন্ডপ
শ্যামনগর বল্লভপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ। হাট ছোলা দেওয়াল সার্বজারের সার্বজন দুর্গাপূজা মণ্ডপ। চিংড়িখালি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর হরিতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মিঠা চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর ব্রাহ্মমান পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উত্তর চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দির। মধ্য চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। ফুলবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর জমিদার বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। গোপালপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর এস বিবি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। চন্ডিপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। গোপালপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার নূরনগর ইউনিয়নে তিনটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মাধ্য নুর নগর কায়েত বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির। নুর নগর বাজার সার্বজনীন দূর্গা মন্দির। দুরুজ খালি সার্বজনীন দুর্গ মন্দির। উপজেলা কৈখালী ইউনিয়নে পাঁচটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে কৈখালী শৈলখালী সার্বজনীন পূজা মন্ডপ। শৈলখালী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মধ্য পরানপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পূর্ব পরানপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। কৈখালী নিদয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার রমজান নগর ইউনিয়নে সাতটি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সোনাখালি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। সোনাখালি ঠাকুর বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। রমজান নগর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। ভেটখালী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। ভেটখালী পূর্ব পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। রমজান নগর কালেন্সিসার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। রমজান নগর নতুন ঘেরি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে দশটি স্থানে দূর্গা পূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে জেলেখালি সুদীপ্ত সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্দির। হরিনগর সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধানখালী সার্বজনীন দুর্গাপূজা মন্দির। মধ্য কুলতলী সার্বজনীন দুর্গাপূজা মন্দির। পূর্বকালিনগর মালঞ্চ ক্লাবে সার্বজনীন দুর্গাপূজা মন্দির। পূর্বকালীনগর সরদার পাড়া সরকারি।প্রাথমিক বিদ্যালয় মাঠে সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ। মুন্সিগঞ্জ ধানখালী বলরাম প্রফেসারের বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মীর গান সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মুন্সিগঞ্জ জেলেখালি রানীর গ্যারেজ সার্বজনীন দূর্গা মন্দির। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে চারটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে ধমঘাট শিলতালা সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধমঘাট হাসার চক সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধমঘাট চরার শখ সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধমঘাট শীলতলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। এছাড়া শ্যামনগর উপজেলার বুড়িগাওয়ালী ইউনিয়নে নয়টি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে আবাদ চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। আরবাঙ্গাসিয়া মিস্ত্রি বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। দুর্গাপার্টি সাইক্লোন সেন্টার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। পূর্ব দূর্গা পার্টি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। বুড়ি গোয়ালিনী দুর্গা পাঠি রাস মন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পশ্চিম পড়া কাটলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। ভামিয়া পড়া কাটলা সার্বজনীন দুর্গাপূজা মন্দির। বুড়িগালেনি তালবাড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পূর্ব দুর্গাপাতি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। এছাড়া শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে এগারটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে নওয়াবেকি বড় কুফঠসার্বজনীন দূর্গা মন্দির। দক্ষিণ আটুলিয়া আদৌ
মন্ডলের বাড়ি, সার্বজনীন দূর্গা মন্দির। দক্ষিণ পশ্চিম আটলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। বড় কুপোট দয়াল চাঁদ সেবাশ্রম সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পশ্চিম আটুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। দক্ষিণ বড় কুপোট সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। দক্ষিণ বড় কূপট সার্বজনীন রাধা কৃষ্ণ মিলন মন্দির। বয়ার সিং সার্বজনীন পূর্বপাড়া দূর্গা মন্দির। বয়ার সিং বিশ্বাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির। বয়ার সিং সার্বজনীন মহামায়া শ্রীশ্রী ও কালিমাতা দুর্গা মন্দির। বড় কুপট রপ্তান বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে দুটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে ঝাপা সার্বজনীন দুর্গাপূজা মন্দির। কামালকাঠি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। এছাড়া সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন নামের গাবুরা ইউনিয়নে দুটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে তার মধ্যে রয়েছে জেলিয়াখালি সার্বজনীন দুর্গ মন্দির ও কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির। এ ব্যাপারে কথা হয় শ্যামনগর উপজেলার আলোচিত উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের সাথে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা যাতে শ্যামনগরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং সমাপ্ত হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটা মন্ডপে সরকারিভাবে ৫০০ কেজি করে চাইল বরাদ্দ দেওয়া কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন দুর্গাপূজা উপলক্ষে কেহ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কথা হয় শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কোবির মোল্লার সাথে তিনি এই প্রতিবেদককে বলেন শ্যামনগর উপজেলা এবার ৭০ টি স্থানে দুর্গাপূজা হচ্ছে গত বছর ছিল ৬৫ স্থানে এবার পাঁচটি স্থানে বাড়তি দুর্গাপূজা হচ্ছে এই দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব ধরনের পরিস্থিতি নিয়েছে এবং সার্বক্ষণিক স্মার্ট টল নিয়োজিত থাকবে কোন প্রকার অপীতিকার ঘটনা ঘটলে বা ঘটানোর চেষ্টা করলে কঠোর আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন ইতিমধ্য প্রতিটি পূজা মন্ডপের কমিটিরর কাছে কারা বিশৃঙ্খলা করতে পারে তার একটি তালিকা চাওয়া হয়েছে এই তালিকা অনুযায়ী পুলিশ নজরদারি রাখবে এবং অপতিকার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত