সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন কালভার্ট। ইনসেটে ফাটল দেখা দিয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণকাজ শেষ না হতেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি কালভার্টে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির কারণে এটিতে এমন ফাটল ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও এলজিইডি প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারণে কালভার্টিতে ফাটল ধরেছে।
স্থানীয় বাদশা হোসেন বলেন, ‘কালভার্টটিতে নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারণে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঠিকাদার ও দায়িত্বরত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ‘কিউরিং না করার কারণে এমন ঘটনা ঘটতে পারে। উপজেলা এলজিইডি অফিস থেকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে যে সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী কাজ করা হবে।’
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদসংলগ্ন খালের ওপর সাড়ে চার মিটার দৈর্ঘ্যের কালভার্ট সেতু নির্মাণ করছে এলজিইডি। ২০২৪ সালের ২৩ জানুয়ারি কার্যাদেশ পেয়ে রাস্তা ও কালভার্টের নির্মাণকাজ শুরু করে আব্দুল হাকিম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে গাবুরার হরিশখালী থেকে চাঁদনীমুখা পর্যন্ত রাস্তাসহ কালভার্ট নির্মাণ করার কথা। নির্মাণাধীন কালভার্টটির কাজ ওই বছরের ২৬ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এরই মধ্যে কালভার্টের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় কালভার্টটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপর স্থানীয়রা কালভার্ট নির্মাণের কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে ঠিকাদার মো. আব্দুল হাকিম বলেন, ‘কালভার্টের কাজ নিম্নমানের ছিল না। আমরা নিম্নমানের কাজ করিনি।’
কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে স্বীকার করে তিনি বলেন, ‘কী কারণে ফাটল ধরেছে, তা বলতে পারছি না। তবে ধারণা করছি কিউরিংয়ের কারণে এমন ঘটনা ঘটেছে। ইঞ্জিনিয়ার অফিস থেকে তদন্তে যাবেন। তারা যে সিদ্ধান্ত দেয়, সেই অনুযায়ী কাজ করা হবে।’
শ্যামনগর উপজেলা সার্ভেয়ার (জরিপকারী) রাজু আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।’ এলজিইডির শ্যামনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘অতিরিক্ত সিমেন্ট ব্যবহারের কারণে এমন ফাটল ধরেছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। যেখানে ত্রুটি আছে সেটি মেরামত করে দেওয়া হবে।’
এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্যামনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
শ্যামনগরে কাজ শেষ না হতেই কালভার্টে ফাটল

Leave a comment