আল আজিম আহমেদ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১৪ নভেম্বর ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ১৪ নভেম্বর সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও নিশ্চিত করা হয়। উল্লেখ্য বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে উপজেলার বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সম্প্রতি হামলা করে একদল দুবৃর্ত্ত। শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম ঘটনাস্থলে উপস্থিত থেকে দুবৃর্ত্তদের উৎসাহ দেন বলে অভিযোগ করেছিলেন ভুক্তোভোগী ঐ শিক্ষক।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত