শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জীবন বীমা কর্পোরেশনের ৯৬০ নং শ্যামনগর শাখায় ২০১৮ সাল থেকে আর্থিক লেনদেন শুরু হয়। বাংলাদেশের সর্বশেষ ভূখন্ডের প্রত্যান্ত অঞ্চল হইতে হাজার হাজার গ্রাহকগণ নিয়মিত প্রিমিয়াম প্রদান করিয়া আসিতেছে এবং সর্বত্তোম সেবা গ্রহণ করিয়া আসিতেছে। কিন্তু হঠাৎ করে উক্ত শাখায় লেনদেন বন্ধ করা হয়েছে। এ বিষয়ে উক্ত শাখার ১০/১২ জন গ্রাহক গণমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করে বলেন যে, আমরা ২০১৮ সাল থেকে অত্র অফিসে নিয়মিত প্রিমিয়াম জমা দিয়ে আসিতেছি। হঠাৎ করে অত্র শাখায় আমাদের প্রিমিয়াম জমা নিচ্ছে না। বিধায় আমরা প্রিমিয়াম জমা দিতে এসে চরম ভোগান্তিতে পড়েছি। শাখা ইনচার্জ সাহেব আমাদের ব্যাংকে লেনদেন করতে বলেন। কিন্তু আমরা বিভিন্ন ব্যাংকে যেয়ে কোন প্রিমিয়াম জমা দিতে পারেনি।
এবিষয়ে জীবন বীমা কর্পোরেশনের শ্যামনগর শাখার ইনচার্জ মোঃ সাঈদুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, গত ইং- ০৩/০৫/২০২৩ তারিখে খুলনা বিভাগীয় ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব অরুন কুমার চক্রবর্তী মহোদয়ের অফিস আদেশ মোতাবেক শ্যামনগর শাখা অফিসের লেনদেন কার্যক্রম বন্ধ আছে এবং উচ্চমান সহকারীকে অন্য শাখায় যোগদান করার নির্দেশ প্রদান করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র শাখায় লেনদেন বন্ধ থাকবে।
এবিষয়ে খুলনা বিভাগীয় ডেপুটি জেনারেল ম্যানেজার অরুন কুমার চক্রবর্তীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রাথমিকভাবে ইতোস্তবোধ করে বলেন, গ্রাহদেরকে ব্যাংকে লেনদেন করতে। গ্রাহকগণ ব্যাংকে লেনদেন করতে পারছেনা এই বিষয়টি তাকে বললে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। পরবর্তীতে তিনি মুঠোফোনের সংযোগটি কেটে দেন।
খুলনা বিভাগীয় ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব অরুন কুমার চক্রবর্তী উদ্দেশ্য প্রণোদিত বা বিশেষ ভাবে প্ররোচিত হয়ে একক ভাবে এই হটকারী সিন্ধান্ত গ্রহণকরেছেন বলে আমরা মনেকরি। যাহা বঙ্গবন্ধুর হাতে গড়া একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানের চরম আর্থিক ক্ষতি এবং ভাবমূর্তি ক্ষুন্নের কারন। গ্রহকগণের দাবী অতিসত্তর অত্র শাখায় পুনরায় লেন-দেন চালু করিয়া কর্পোরেশনের অর্থনৈতিক সমৃদ্ধির গতি সচল রাখা। এজন্য গ্রহকগণ ভোগান্তি থেকে পরিত্রান পেতে জীবন বীমা কর্পোরেশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত