সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার আটুলিয়া ও হায়বাতপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। এর আগে শুক্রবার ভোর রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত দুই ডাকাত হল, উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ডাকাত নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। এর পর তার দেওয়া তথ্য মতে অপর ডাকাত শেখ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক আটুলিয়া গ্রামের ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকাসহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত