সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারের হাজী মার্কেটে আগুন লেগে লিটন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর নামের একটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। বুধবার (১১ জানুয়ারি) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত লিটন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের মালিক মোঃ লিটন জানান, ভোরে শংকরকাটি বাজারের হাজী মার্কেটে ধোয়ার কুন্ডুলি দেখে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি বুঝতে পেয়ে সেখানে এগিয়ে যায়। পরে তারা দোকানের আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে যায়। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে আগুন সম্পূর্নভাবে নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কোন কিছুই আর অবশিষ্ট ছিল না। এতে তার ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আনিসুজ্জামান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।