
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর : ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর ) সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্রাকের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য দেন এ্যাড: জি এম শোকর আলী। প্রশিক্ষণে স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের । প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন বিভাগীয় প্রকল্প কর্মকর্তা জি এম মইনুল ইসলাম। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ ।