
সাতক্ষীরা প্রতিনিদি: পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ যা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে অগ্রণী ভুমিকা রাখবে এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশ এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বুড়িগোয়ালিনী খেয়াঘাট থেকে একটি র্যালি শুরু হয় এবং বুড়িগোয়ালিনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুরিস্ট পুলিশ জোন অফিসে এসে শেষ হয়। র্যালিটিতে টুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটনবাহী ট্রলার মালিক সমিতি, স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করেন।
সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক সুজিত কুমার দাশ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে গতিশীল করার জন্য টুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত আছে।
অপারদিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে সকালে পর্যটন দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো: আজহারুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।