
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে দুবৃর্ত্তদের বিষয়ে সতর্ক হতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। উপজেলার পৌর এলাকায় বসবাসরতদের জীবন ও মালের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেয়া হয়। স্থানীয় চেয়ারম্যানের পক্ষ হতে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা শনিবার সকাল থেকে গোটা এলাকা ঘুরে দুবৃর্ত্তদের বিষয়ে পৌরবাসীকে সর্তক করেন।
এসময় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে করে জানানো হয় অপরিচিত একদল নারী ও পুরুষ বোরকা পরে বাড়ি বাড়ি যেয়ে সাহায্য চাইছে। পরক্ষণে সুযোগ বুঝে বাড়ির বয়োবৃদ্ধ এবং নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে। অপরিচিত কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়ার আগে বিষয়টি থানা পুলিশকে অবহতি করার অনুরোধ জানানো হয়।
এসব বিষয়ে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বলেন, সম্প্রতি কিছু অপরিচিত নারী ও পুরুষ বোরকা পরে দুবৃর্ত্তপনা শুরু করেছে। প্রায় প্রতিদিন সুযোগ বুঝে বাসা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কিংবা চেতনানাশক স্প্রেরের সহায়তা নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে। তাদের বিষয়ে পৌরবাসীকে সতর্ক হতে এবং পুলিশকে অপরাধী আটকে সহায়তা করতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ জানান, উপজেলার হাওলভাঙিসহ কয়েকটি এলাকায় অপরাধ সংঘঠনের পর অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। বোরকা পরে দিনের বেলা যারা অপরাধ করছে তাদের আটকে পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়েছে। তবে স্থানীয়রা সতর্ক থেকে তাৎক্ষণিক তথ্য দিয়ে এসব দুবৃর্ত্তকে ধরিয়ে দিতে ভূমিকা রাখতে পারে।