সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিংহড় তালি গ্রামের পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মারাত্মক ফাটল পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ অঞ্চলীয় প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা,, তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলীয় প্রধান তত্ত্ববোধক প্রকৌশলী শহিদুল আলম,, এছাড়াও আজ ২৮ এপ্রিল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশের আলোচিত শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন, সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার উপসহকারী প্রকৌশলী প্রিন্স রেজা উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা সহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদমর্যাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন,, সিংহড় তলি পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন কবলিত এলাকায় আরো উপস্থিত ছিলেন ৭ নম্বর মনসুগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ইউপি সদস্য নিপা চক্রবর্তী ইউপি সদস্য পলাশী রানী ইউপি সদস্য রেহানা পারভীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা । এ সময় কর্মরত শ্রমিকদের কাজে উৎসাহিত করেন,, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ অঞ্চলীয় প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন,,উল্লেখ্য যে ২৫ এপ্রিল দিবাগত রাতে শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিংহড় তলি গ্রামের লুৎফর ফকিরের বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মারাত্মক ফাটল দেখা দেয় খবর পেয়ে মুহুর্তে মধ্য ঘটনাস্থলে ছুটে যান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মদক্ষ জনবান্ধব ষ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন আহমেদ সহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা। খবর পেয়ে মহত্বের ভিতর ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশের আলোচিত সাতক্ষীরা জেলার কর্মদক্ষ জনবান্ধব শ্যামনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রনি খাতুন। ঐদিন সকল কর্মকর্তাদের উপস্থিতিতে কর্মপরিকল্পনা ঠিক করে সেখানে ভিতর দিয়ে রিং বাঁধ দিতে হবে বলে সিদ্ধান্ত হয়। সে মোতাবেক সেখান থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত ভিতর দিয়ে রিং বাঁধের কাজ চলমান রয়েছে। এই কাজের অগ্রগতি ও সার্বিক বিষয় দিকনির্দেশনা ও পর্যালোচনার জন্য ঘটনাস্থলে যান আজ বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মার রনি খাতুন, এছাড়াও খুলনা থেকে ছুটি আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা সহ পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্মকর্তারা,, বর্তমান ভাঙ্গন কবলিত এলাকার ভেতর দিয়ে রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছে এবং রিং বাঁধের কাজ চলমান রয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ বলেন কাজ সমাপ্ত হতে এখনো সপ্তাহখানে ক সময় লেগে যেতে পারে তারপরেও আমরা সব সময় এখানে নজরদারিতে রাখবো, প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহার কাছে এলাকাবাসী দাবি করেন একটি টেকসই মজবুত ভেড়ি বাঁধ এ ব্যাপারে বিদ্যুৎ কুমার সাহা বলেন আমরা এ সমস্ত এলাকার টেকশই মজবুত বাঁধের জন্য ডন ভিডিও করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি আসলে এটা খুব ব্যয়বহুল ব্যাপার কারণ গাবুরা ইউনিয়নে ২৯ কিলোমিটার রাস্তা করতে ১০৪০ কোটি টাকা ব্যয় হচ্ছে এখনো খুলনা বিভাগের মধ্য কয়েকশো কিলোমিটার উপকূলীয় ভেড়ি বাঁধ রয়েছে পর্যায়ক্রমে সব ভেড়ি বাঁধ টেকসই মজবুত আকারে নির্মাণ করা হবে তবে একটু সময় লাগবে । প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন এলাকা বাসীর স্বেচ্ছাশ্রমে কাজ দেখে প্রশংসা করেন,