উপকুল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় নুরনগর সেমি অটো রাইস মিল নামীয় প্রতিষ্ঠানকে উক্ত অর্থ দন্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ রনী খাতুন উপজেলার নুরনগর বাজারে উক্ত অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেয়া রনী খাতুন জানান পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে পাটের বস্তার পরিবর্তে প্লাাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে নির্দিষ্ট আইনের ১৪ ধারায় উক্ত মিলের স্বত্বাধিকারী বখতিয়ার আহমেদ (৭৯) ও বিজয় কুমার সাহা (৬৬) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উক্ত মিল মালিকগন পরবর্তীতে অঅইন মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন। অভিযান অব্যাহত থাকবে- উল্লেখ করে তিনি আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে স্থানীয়দের প্রতি আহবান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত