উপকুল প্রতিনিধি, শ্যামনগর : মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপকুলীয় জনপদের মৎস্যচাষীদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে গত রোববার উক্ত কর্মশালার আয়োজন করা হয়। অধিদপ্তরের সাসটেইনএ্যাবল ‘ডিসেমিনেশন অপ ন্যানো টেকনোলজি এন্ড সিউইড ফর ইনহ্যান্সিং এন্ড সাসটেইনেবল শ্্িরম্প পেনাস মনোডন প্রোডাকশন ইন ডিফরেন্ট কোষ্টাল এরিয়া অফ বাংলাদেশ’শীর্ষক গবেষনা কার্যক্রমের অংশ হিসেবে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত চাষীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্যে থেকেও অধিকভাবে লাভজনক ও নিরাপদ মৎস্য চাষের বিষয়ে নানামুখী ধারনা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি, এম, সেলিম, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার ও গবেষণার সাথে সংশ্লিষ্ট চিংড়ী চাষীগন।