সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকার মাদার নদীর চরের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইয়াছিন পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। সে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা।
আব্দুল কাদের, ফারুক হোসেনসহ স্থানীয়রা জানান, দুই দিন আগে ইট ভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসে। তবে তার তালাকপ্রাপ্তা প্রথম স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে রবিবার বর্তমান স্ত্রী ও শ্যালক ইয়াছিনকে মারধর করেন। একর্যায়ে রাতে বাড়িতে ফিরলে ইয়াছিন তার স্ত্রীকে পাল্টা মারধর করে। এ সময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাপিয়ে পড়ে সে। এক পর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত