সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সেনাবাহিনী কালিগঞ্জ-শ্যামনগর এর ক্যাম্প কমান্ডার মেজর মো: মুশফিক এর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা উপজেলা সদরে হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ সংলগ্ন রাস্তার ধারের ঝোপের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় উক্ত গুলি উদ্ধার করে।
মেজর মো: মুশফিক জানান, যৌখবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫০ রাউন্ড শর্টগান এবং ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এসময় দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃৃত গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত