উপকুল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার চালিতাঘাটা মিশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাফরুল আলম উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বর্তমার চেয়ারম্যান।তিনি ভুরুলিয়া গ্রামের এসএমজালাল উদ্দীনের ছেলে।
পুলিশ সুত্র জানায় উপজেলার খানপুর গ্রামের শ্রমিকদল নেতা আব্দুর রশিদ ও বাদঘাটা গ্রামের সাইদুল ইসলামের দায়েরকৃত দু’টি মামলার আসামী তিনি। ছাত্র-জনতার গনঅভ্যুন্থানের পর মামলা দু’টি আদালতে দায়েরের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত একটি মামলা গ্রহনের বিষয়ে শ্যামনগর থানাকে নির্দেম দেন। অপর মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় খুলনা রেঞ্জের ডিআইজিকে।
জাফরুল আলম বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা।
শ্যামনগর আ’লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
Leave a comment