
শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বর্জ্য অপসারনের জন্য ১ম বারের মতো যুক্ত হলো ভ্যান গাড়ি। যুব ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিওর উদ্যোগ ও বাস্তবায়নে পৌরসভার বর্জ্য অপসারনে ব্যবহার করার জন্য ভ্যান গাড়িটি প্রদান করা হয়। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এবং পৌর প্রশাসক ও শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এর নিকট ভ্যান গাড়িটি হস্তান্তর করেন সিডিও’র নির্বাহী কমিটির সহ-সভাপতি শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য নূর ইসলাম ও আমিনুর রহমান বকুল। ভ্যান হস্তান্তর বিষয়ে সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান বলেন, সিডিও সংস্থা দীর্ঘদিন ধরে শ্যামনগরের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে এবং আজকের এই আয়োজন সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।
পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের ভিত্তি। আমাদের এই অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাটি দীর্ঘদিন ধরে একটি বড় চ্যালেঞ্জ। অনিয়ন্ত্রিত বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে আমাদের স্থানীয় প্রশাসন এবং কমিউনিটির আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। সেই ভাবনা থেকেই সিডিও আজ ভ্যানটি শ্যামনগর পৌরসভায় উপহার দিয়েছে, আগামী দিনে সিডিও এবং সিএনআরস সহ অন্যান্য এনজিও সংস্থা ভ্যান প্রদানের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে সহযোগিতা করবে। বর্জ্য সংগ্রহের জন্য এই ভ্যানগুলো কেবল একটি যান্ত্রিক সরঞ্জাম নয়, বরং এটি আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক—একটি পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যকর শ্যামনগর গড়ার অঙ্গীকার।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, একটি পরিকল্পিত ও স্বাস্থ্যকর নগর জীবনের জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। অনিয়ন্ত্রিত বর্জ্য শুধু পরিবেশ দূষণই ঘটায় না, বরং জনস্বাস্থ্য ও সার্বিক জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যা সমাধানে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ সিডিও যে ভ্যান পৌরসভাকে হস্তান্তর করছে, তা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে। এর মাধ্যমে শহরজুড়ে বর্জ্য সংগ্রহ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে, যা আমাদের পৌরসভাকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করতে সহায়তা করবে। এই উদ্যোগটি প্রমাণ করে যে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এরপাশাপাশি যে সমস্ত অন্যান্য এনজিও সংস্থা বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্টে সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামউিল আযম মনির, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান,আবু সাইদ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক ইয়াসিন আরাফাত, সাংবাদিক উৎপল মন্ডল, সুলতান শাহজাহান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন,মোয়াজ্জেম হোসেন সাদি,নুহা ইসলাম,সিডিওর ফিল্ড অর্গানাইজার আফজালুর রহমান,শম্পারবিশ্বাস,রুবিনা খাতুন,মিনারুল হক সহ প্রমূখ।
ভ্যান হস্তান্তর কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত