শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর সীমান্ত পথে ভারতীয় গরু পাচার করে আনার সময় অভিযান চালিয়ে আটক করেছে রিভার আইন বর্ডার গার্ড (আরবিজিবি) সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে আরবিজিবির নায়েক সুবেদার মফিজ মিয়ার নেতৃত্বে একটি দল সুন্দরবন সংলগ্ন গোলাখালি এলাকা থেকে ২লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু আটক করে। এসময় আরবিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাচারকারীর দল সুন্দরবনে লুকিয়ে পড়ে। ৫টি গরু আইনি ব্যবস্থা গ্রহনের জন্য বসন্তপুর শুল্ক অফিসে পাঠানো হয়েছে তিনি জানান।
শ্যামনগর সীমান্তে ভারতীয় ৫টি গরু আটক
Leave a comment