সিরাজুল ইসলাম, শ্যামনগর : শ্যামনগর উপজেলার চুনারব্রীজ মদীনাতুল উলুম মাদানীনগর মাদ্রাসার হিফজ ছবক উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জোহর নামাজ বাদ দুপুর ২ টায় চুনারব্রীজ মদীনাতুল উলুম মাদানীনগর মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত হিফজ ছবক উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে অত্র এলাকার বহু মসজিদের ইমাম খতিব সহ কয়েক শতাধীক পুরুষ ও মহিলা সহ এলাকাবাসীর উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হিফজ ছবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মোঃ আরীফুল ইসলাম, মুহাদ্দিস মোঃ আব্দুল হামিদ, মুফতি মোঃ আব্দুর রহমান, মাওঃ মোঃ আব্দুর রউফ, মাওঃ মোঃ শরিফুল ইসলাম, হাফেজ মোঃ মোখলেসুর রহমান, হাফেজ মাওঃ মোঃ আমিনুর রহমান, মুফতি তাহের রব্বানী, আলহাজ্ব শেখ রেজা আহম্মেদ, আলহাজ্ব মোঃ লাভলু সাহেব, হাফেজ মাওঃ আবু বক্কর, মোঃ আনিসুর রহমান, মোঃ ইব্রাহিম খলিল, মাস্টার মোঃ রফিকুল ইসলাম, মুফতি মোঃ জহিরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শহিদুল ইসলামের পুত্র মাওঃ মোঃ শরিফ হোসেন।