
জন্মভূমি রিপোর্ট : সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা আগামীকাল রোববার। এই পূজা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পুরাতন বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। এই মন্দিরটি ২শ’ বছরের পুরানো। প্রতি বছরের ন্যায় এবার জাকজমকভাবে এই পূজা পালিত হবে।
সভাপতিত্ব করেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী। উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের নগর সভাপতি শ্যামল হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, ভোলানাথ ভট্টচার্য, উজ্জল ব্যানার্জী, সুব্রত হালদার তপা, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, অনি ব্যানার্জী, সবুজ ভট্টচার্য ও গনেশ হাজরা। রাত ১০টায় পূজা অনুষ্ঠিত হবে। রাত ১২টায় বলিদান ও রাত ১টায় অঞ্জলী প্রদান।