পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ইট-ভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ৫এসবি (5SB) ইট-ভাটা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন ও জননেতা মাওঃ আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় মাওঃ আবুল কালাম আজাদ বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রমের ওপরই শিল্প ও উন্নয়ন দাঁড়িয়ে আছে। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে।” তিনি ইট-ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করা ও মাদকের ভয়াবহতা থেকে পরিবারগুলোকে রক্ষা করা সামাজিক দায়িত্ব। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
সভায় শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন, আপদকালীন সহায়তা, চিকিৎসা সুবিধা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতামূলক সম্পর্ক থাকলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি শ্রমিকদের জীবনও হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ।
এসময় ইট-ভাটার কয়েকশ শ্রমিক সভায় অংশগ্রহণ করেন। শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে মাওঃ আবুল কালাম আজাদ তা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত